
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানা পুলিশ ও ঢাকার তেজগাঁও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁও এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। তিনি পাঁচবিবি পৌর এলায়র গোহাটীর পাশে নিজ বাড়ীতে বসবাস করতেন। ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা হয়েছে তার নামে। ৫ আগষ্ট এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্প এলাকার তার এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা জয়পুরহাট সদর থানায় আনা হয়।
কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০