ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রেকর্ডের বন্যা বইয়ে সর্বোচ্চ রানের জুটি লিটন-তামিমের

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ১১:৩৫:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার (১২ জানুয়ারি) একাদশ বিপিএলের ১৮তম ম্যাচে দুর্বার রাজশাহীকে উড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৬ হারের পর এই ম্যাচ দিয়ে প্রথমবার জয়ের দেখা পেয়েছে ঢাকার ফ্যাঞ্চাইজিটি। সেই জয়ও আবার সাধারণ কোনো জয় নয়, এনামুল হক বিজয়দের ১৪৯ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ঢাকা।

ঢাকার রাজকীয় জয়ে অবশ্য সবচেয়ে বেশি অবদান দুই ওপেনারের। টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন লিটন দাস এবং তানজিদ তামিম। রাজশাহীর বোলারদের কচুকাটা করে গড়েন ২৪১ রানের বিশাল জুটি। ইনিংসের ৩ বল বাকি থাকতে তানজিদ আউট হলে ভাঙে এই জুটি।
 
লিটন-তানজিদের এই জুটি বিপিএলের ১১ আসরের মধ্যে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তারা পেছনে ফেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটিকে। তবে শুধু বিপিএলেরই নয়, লিটন-তানজিদের অবিশ্বাস্য এই জুটি ভেঙেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরই সবচেয়ে বেশি রানের জুটির রেকর্ডকে।
 
লিটন-তানজিদের ২৪১ রানের জুটির আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল ২২৯ রানের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। সাদা বলের ক্রিকেটের এই গ্রেটদের রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়লেন লিটন-তানজিদ।
 
লিটন-তানজিদের এই জুটিতে আরও বেশকিছু রেকর্ড হয়েছে আজ। রাজশাহীর বিপক্ষে আজ শুরুতে ব্যাট করে ২৫৪ রান করেছে ঢাকা। বিপিএলের ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ২৩৯ রান করেছিল রংপুর।

এছাড়া জয়ের ব্যবধানেও রেকর্ড গড়েছে ঢাকা। রানের দিক থেকে বিপিএলের ১১ আসরের মধ্যে এটিই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি চিটাগাং কিংসের দখলে ছিল। ২০১৩ সালের আসরে সিলেট রয়্যালসকে ১১৯ রানে হারিয়েছিল চিটাগাং। ১২ বছর পর সেই রেকর্ড এবার ভাঙল ঢাকা। 

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ১১:৩২

▎সর্বশেষ

ad