জাকির-রনির ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০৬:০০:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই ওপেনার রাকিম কর্নওয়ালকে হারায় তারা। ৫ বলে ৪ রান করা এই ওপেনারকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান আবু হায়দার রনি। 

দলীয় ১৫ রানের মাথায় আরও একটি উইকেট হারায় সিলেট। এবার জর্জ মুনসেকে বোল্ড করেন নাসুম আহমেদ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার। তার সঙ্গে যোগ দেন জাকির হাসান। দুজনে মিলে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন। 
 
দলীয় ১২১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সিলেট। ৪৪ বলে ৫৬ রান করা রনিকে জিয়াউর রহমানের ক্যাচ বানান আবু হায়দার। রনি তালুকদার ফিরলেও থামেননি জাকির হাসান। এক প্রান্ত আগলে রেখে প্রতিপক্ষের বোলারদের একাই শাসন করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন জাকির হাসান। আরেক প্রান্তে ১৩ বলে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন আরিফুল হক। 
 
মাঝে অ্যরন জোন্স ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েছিলেন ঠিকই। তবে ৬ বলের বেশি তিনি টিকতে পারেননি। আর এই ৬ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনটি। ২০ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরায় জিয়াউর রহমান। উইকেটের পেছন থেকে দারুণ একটি ক্যাচ লুফে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। 
 
কিন্তু জাকের আলী অনিক এ দিন ছিলেন ফ্লপ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। খুলনা টাইগার্সের হয়ে আবু হায়দার ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট। এছাড়া নাসুম আহমেদ নিয়েছেন ১ উইকেট।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad