
বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান শনিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন।তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। একই সঙ্গে অরুণা বিশ্বাস ও তসলিমা নাসরিনও বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এদিকে তাহসান-রোজার বিয়ে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও। তিনি বলেছেন, তাহসানের বউ নিয়ে যে শোরগোল, ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে।
তিনি আরও লিখেন, ‘তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাঁপা পড়েছে।’এই উপস্থাপক লিখেন, সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।
কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫২