ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৩:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মাগুরার ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দল সোমবার দুপুরে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে মেহেদি হাসান রাব্বির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সদ্য ভূমিষ্ঠ সন্তানের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়।

প্রতিনিধি দলের প্রধান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান রাব্বির পরিবারের খোঁজখবর নেওয়া।

তিনি বলেন, দেশের জন্যে ছাত্র আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাব্বি। তার মৃত্যুর সাড়ে ৪ মাস পর শিশুটির জন্ম। এই সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সদ্য ভূমিষ্ঠ শিশুটির জন্য উপহার সামগ্রীও পাঠিয়েছেন। এই পরিবারটি যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্যে ‘আমরা বিএনপি পরিবার’ সব সময় এই পরিবারটির পাশে আছি সেই বার্তা পৌঁছে দিতেই এসেছি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোড স্লুইসগেট এলাকায় গুলিতে নিহত হয় মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫২

▎সর্বশেষ

ad