
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল তাদের প্রথম সন্তানের প্রত্যাশার খবর দিয়ে ভক্তদের আনন্দিত করেছেন।
স্লাইডের পরবর্তী স্লটে একটি ভিডিও দিয়েছেন। যেখানে এই দম্পতিকে হাত ধরে হাঁটতে দেখা যায় এবং আথিয়ার বেবি বাম্প উন্মোচিত হয়। আর শেষ স্লাইডে রয়েছে একটি বিশেষ উক্তি। তা হলো- ‘প্রায়ই ধীর গতিতে চলুন। আপনার আশীর্বাদ গণনা করুন। আপনার হৃদয়ের প্রতি সদয় হন। নতুন শুরুর প্রতি বিশ্বাস রাখুন’।
অন্যদিকে পুরো পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘২০২৫, তোমার জন্যই অপেক্ষা করছি’। এদিকে গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের সময় গ্যালারিতে স্টাইলিশ এবং স্বাচ্ছন্দ্যময় পোশাকে দেখা গিয়েছিল আথিয়া শেঠিকে। এটিই ছিল প্রথমবার, যখন তাকে প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে দেখা যায়।
আথিয়া শেঠি এবং কেএল রাহুল ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া এবং রাহুলের সম্পর্কের শুরুটা অবশ্য আরও আগে। ২০১৯ সালে, তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তাদের।
আথিয়া তার গর্ভধারণের ঘোষণা দেন গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের সুন্দর আশীর্বাদ আসছে শীঘ্রই। ২০২৫-এ। আর তার সর্বশেষ পোস্টে এই দম্পতির আনন্দঘন মুহূর্তগুলো তাদের ভক্ত ও পরিবারের কাছে এক বিশেষ শুভ সংবাদ হয়ে এসেছে। সূত্র: বলিউড বাবল
কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৮