ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধী দম্পতির মানবেতর জীবনযাপন

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৫ - ১০:১৯:৪৩ পিএম

ডেস্ক নিউজ : রতি কান্ত হাওলাদার (৫৫)। পিরোজপুরের ভাণ্ডারিয়ার বাসিন্দা। ছয় সদস্যের পরিবার তার। স্বামী-স্ত্রী দুজনে মানসিক প্রতিবন্ধী। লোকালয় থেকে কলমি শাক, এলোনচা ও কচু শাক সংগ্রহ করে হাঁটে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তার পরিবার। ঘরবাড়ির জমিটুকু ছাড়া কিছুই নেই। 

রত্না জানায়, ঘর না থাকায় শীতে কষ্টে আছে তারা।  দেখার কেউ নাই। ঘরের অভাবে ভাঙা ঘরে জোড়াতালি দিয়ে থাকতে হচ্ছে। বাবা শারীরিক অসুস্থতার কারণে তেমন কোনো কাজ করতে পারে না। কষ্টে দিন কাটছে তাদের।  তাই সরকারের কাছে ঘরের জন্য আবেদন জানান তিনি। 

ধাওয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মোল্লা বলেন, কেবল দায়িত্ব নিয়েছি। তবে রতি কান্ত হাওলাদারের খোঁজ খবর নিয়ে  তাকে যতটুকু সহযোগিতা করা যায় পরিষদ থেকে সে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শীঘ্রই প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করব।

এ নিয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, রতি কান্তের পরিবারের ব্যাপারে আমরা কিছু জানতাম না। তবে বিষয়টি মানবিক। পরিবারটির খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটি পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৮

▎সর্বশেষ

ad