ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শার্শায় পুলিশের অভিযানে শ্রমিকলীগ নেতা উজ্বল অস্ত্রসহ আটক

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ - ০৭:৫৩:৪৫ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে শার্শার শ্রমিকলীগ নেতা ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, অস্ত্রব্যবসায়ী উজ্বল হোসেন (৪০) কে একটি অবৈধ দেশীয় ওয়ান শুটার গানসহ আটক করেছে। আটক উজ্বল হোসেন নাভারন উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদৎ হোসেনে ছেলে।

শার্শা থানা ও স্থানীয় ষূত্রে জানাগেছে, আটক উজ্বললের বিরুদ্ধে এলাকায় অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজী, সন্ত্রাসী, বিএনপি নেতা কর্মিদের মারপিটকরা সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড ও চুরি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। আটক উজ্বলের আরও ৩ ভাই আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে পলতোক রয়েছে। তালের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে।

শার্শা থানার এসআই হযরত আলী জানান, শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আমির আব্বাস এর দিক নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাভারন গরু হাট এলাকা থেকে একটি অস্ত্রের চালান পাচার হবে। এমন সংবাদে নাভারন গরু হাট সমবায় মার্কেটে অভিযান চালিয়ে স্থানীয় জনগনের সহায়তায় উজ্বল হোসেনকে একটি অবৈধ দেশীয় ওয়ান শুটার গানসহ আটক করা হয়।

এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। যার মামলা নং-৩৪, তাং-২৫/১২/২০২৪। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad