লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি” এই শ্লোগান ধারণ করে যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক এর কার্যালয়ের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সভা আজ ৮ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ।
কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৪