ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাশার আল আসাদের বাসভবনে ব্যাপক লুটপাট

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৯:২৫:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রবিবার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে। বাসভবনটি প্রায় সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শত শত মানুষ এলাকাটিতে ভিড় করেছেন। একসময় এটা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল।  

ম্যালকি এলাকায় আসাদের বাসভবন এবং একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদ অবস্থিত। সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে তাদের এলাকাকে সুরক্ষিত করার চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, লুটপাটকারীরা শহরতলীর লোক, সশস্ত্র বিদ্রোহীরা নয়। তারা অভিযোগ করেন, লুটপাটকারীরা সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করে সেখান থেকে জিনিসপত্র চুরি করেছে।

এই লুটপাটের ঘটনাগুলো দামেস্কে শৃঙ্খলার অভাব এবং বিশৃঙ্খলার স্পষ্ট চিত্র তুলে ধরেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, এই পরিস্থিতি চোর এবং অপরাধীদের জন্য আরও সুযোগ তৈরি করবে।   

আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে, বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। একজন প্রত্যক্ষদর্শী লুটপাটের দৃশ্য দেখিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটা খুবই খারাপ। আমি দুঃখিত।’   

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।  

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৫

▎সর্বশেষ

ad