ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:০৩:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি প্রদেশ।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে সুলাওসি দ্বীপপুঞ্জে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুওল রিজেন্সির ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ২১ কিলোমিটার গভীরে।

সংস্থাটি আরও জানিয়েছে, বুওল রিজেন্সি এবং টলিটোলি রিজেন্সিতে ভূমিকম্পের তীব্রতা ৩ এবং ৪ এমএমআই (মডিফাইড মেরকালি ইনটেনসিটি) এর মধ্যে রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্প থেকে সুনামির কোনও আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এম ইহসান বলেছেন, “এখন পর্যন্ত কম্পনের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও প্রাথমিক খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকি মূল্যায়ন চলছে।”

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এছাড়া দেশটিতে প্রায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়। সূত্র: সিনহুয়া নিউজ

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad