ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সিইও হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি নিউইয়র্ক থেকে পালিয়েছেন, ধারণা পুলিশের

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:০০:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের হত্যাকারী নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস এই তথ্য জানিয়েছেন। এদিকে সন্দেহভাজন খুনিকে আটক বা দোষী সাব্যস্ত করার মতো যেকোনো তথ্য সরবরাহকারীর জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।  

পুলিশ জানায়, গত বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা ম্যানহাটানের টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে ব্রায়ান থম্পসনকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

নিউইয়র্ক পুলিশ সন্দেহভাজন ব্যক্তির কয়েকটি ছবি প্রকাশ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি একটি বৈদ্যুতিক মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল থেকে সেন্ট্রাল পার্কের দিকে পালিয়ে যান। সেখানে পৌঁছে তিনি অদৃশ্য হয়ে যান।  

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি টুপিযুক্ত জ্যাকেট (হুডি), কালো মাস্ক এবং কালো ব্যাগ বহন করছিলেন। তিনি থম্পসনের হোটেল হিলটনের বাইরে কয়েক মিনিট অপেক্ষা করেন। থম্পসন ঘটনাস্থলে পৌঁছামাত্রই তাঁকে গুলি করা হয়। গুলি তার পিঠ ও পায়ে লাগে।  

 তদন্তকারী কর্মকর্তারা সেন্ট্রাল পার্ক থেকে একটি ব্যাগ উদ্ধার করেছেন, যা সন্দেহভাজন ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। ব্যাগটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য–প্রমাণ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

পুলিশ কমিশনার জেসিকা টিস বলেন, নতুন ভিডিও ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে একটি বাস টার্মিনালের দিকে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ট্যাক্সিতে চড়ে ম্যানহাটানের জর্জ ওয়াশিংটন সেতুর কাছে বন্দর কর্তৃপক্ষের একটি বাস স্টেশনে যান।  

নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাপ্রধান জোসেফ কেনি জানান, ওই বাসগুলো বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত করে। এ কারণেই মনে করা হচ্ছে, তিনি নিউইয়র্ক শহর ছেড়ে অন্য কোনো অঙ্গরাজ্যে পালিয়ে গেছেন।  

বিবিসির খবরে বলা হয়েছে, হত্যার দিন ব্রায়ান থম্পসনের একটি বিনিয়োগকারী সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি থম্পসনকে হত্যা করার জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন।  

নিউইয়র্ক পুলিশ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করতে যেকোনো তথ্য দিয়ে তদন্তে সহায়তা করতে।  

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad