ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইসরায়েলের হামলা অব্যাহত, ৫ কোটি ডলার অনুদান হিজবুল্লাহর

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ১০:১৯:৫৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলাও অব্যাহত রেখেছে। এদিকে, লেবাননের ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি ডলার অনুদান দিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলাও অব্যাহত রেখেছে। লেবাননের বাসিন্দারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর আশার আলো দেখেছিল। কিন্তু ইসরাইলি বাহিনীর বর্বরতা না কমাতে আবারও তারা শঙ্কিত।

চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই একের পর এক লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। লেবানীজরা দাবি করছে, সেখানে হিজবুল্লাহর লঞ্চপ্যাড টার্গেট করে হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আগের তুলনায় আরও বেড়েছে।

দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের একটি গ্রামের বেশকিছু লোক আহত হয়েছে।

এছাড়া সম্মুখযুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ট ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে তারা কবে নিহত হয়েছে সেই সম্পর্কে হিজবুল্লাহ কিছুই জানায়নি।

শুরু থেকেই ফিলিস্তিনের ইসলামিক জিহাদির সদস্যরা হিজবুল্লাহর সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরাইলি বাহিনীর তারা বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন মোট ৩২ জন এবং আহত হয়েছেন আরও ৯৫ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের পর গাজায় গত ১৪ মাসে ইসরায়েলি অভিযানের জেরে নিহত ও আহতের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ৬১২ জনে এবং ১ লাখ ৫ হাজার ৮৩৪ জনে। বস্তুত এই দিনই গাজায় মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৬ শ’র ফলক অতিক্রম করল।

কিউটিভি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:১৯

▎সর্বশেষ

ad