ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইসরাইল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে: হিজবুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৩:১৮:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম বৃহস্পতিবার বলেছেন, ইসরাইল এ পর্যন্ত ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন তিনি। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। বক্তৃতার শুরুতে শেখ নাঈম কাসেম বলেন, ইসরাইলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ এবং অবিচলতার ফলাফল। তিনি বলেন, শহিদদের রক্ত ​​হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে।  হিজবুল্লাহর কমান্ড এবং এর নিয়ন্ত্রণ কাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের ‘উদার সমর্থন’ দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। কাসেম আরও বলেন, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পুনর্নির্মাণের দিকে এগোচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও সংঘাতে জড়ায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। বিচ্ছিন্ন এসব সংঘাত একপর্যায়ে যুদ্ধে রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। 

যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরাইলৈ।  এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে ইসরাইলি হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া যায়।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। 

চুক্তি অনুযায়ী, লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরাইল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহও ইসরাইলে কোনো হামলা চালাবে না। লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরাইলে হামলা চালাতে চায়, সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ।

এদিকে লেবানন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সিরিয়ায় সেটা অবনতি হচ্ছে।  গত কয়েকদিনে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা।  আর আসাদ সরকারের বড় সমর্থক হিজবুল্লাহ।  সিরিয়া ইস্যুতে আসাদের পাশে থাকার বার্তা দিয়েছেন শেখ নাঈম কাসেম।

 

 

কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad