
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। আর এই বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থি হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন সরকারি বাহিনীর যোদ্ধারা।
এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম সিরিয়ার বাশার সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা (বিদ্রোহীরা) তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না, এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
এইচটিএসকে সাবেক আল-কায়েদার সহযোগী হিসেবে বিবেচনা করা হয়, আলেপ্পো দখল করে এরইমধ্যে গোষ্ঠীটি মধ্যাঞ্চলের হামা শহর হামায় নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। দ্রুততম সময়ে দুই শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী। এরফলে মধ্যপ্রাচ্যে সিরিয়ার সংকটকে আরও তীব্র হয়েছে।
এমন আবহে, যদিও কাসেম উল্লেখ করেননি কীভাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা করছে হিজবুল্লাহ। ঐতিহাসিকভাবে দামেস্ককে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে আসছে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠীটি।
কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৪