
ডেস্ক নিউজ : এগুলোকে শিরক বা কুফরি হিসেবে গণ্য করা হয়। এসব কর্মকাণ্ড না শুধু একজন ব্যক্তিকে ইসলামের সীমানা থেকে বের করে দেয়, বরং তাকে আল্লাহর অসন্তোষের মুখোমুখি করে তোলে। নিম্নে, ইসলাম থেকে বিচ্যুত হওয়ার দশটি মূল কারণ উল্লেখ করা হলো যা ইসলামের প্রাথমিক শিক্ষা অনুযায়ী কঠোরভাবে পরিহার করা প্রয়োজন।
১. আল্লাহর ইবাদতে শরিক স্থাপন করা: একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তার সাথে কাউকে অংশীদার স্থাপন করা শিরক। এর কারণে মানুষ ঈমানহারা হয়।
২. আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম তৈরি করা: আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো এবং তাদের কাছ থেকে শাফাআত কামনা করা কুফরির অন্তর্ভুক্ত।
৩. মুশরিকদের কুফরি স্বীকার না করা: যে ব্যক্তি মুশরিকদের কুফরি মনে না করে বা তাদের সম্পর্কে সন্দেহ পোষণ করে, সে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যায়।
৪. অন্য পথকে উত্তম মনে করা: যদি কেউ ইসলামি হুকুমাতের পরিবর্তে অন্য কোন বিধানকে উত্তম মনে করে, তবে তা ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ।
৫. নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত বিধান অপছন্দ করা: যদি কেউ ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে, তবে সে ইসলামের শত্রুতে পরিণত হয়, যদিও সে বাহ্যিকভাবে তা মান্য করে।
৬. ধর্মীয় বিষয়ে ঠাট্টা-বিদ্রুপ করা: ধর্মীয় বিধান বা শাস্তির বিষয়ে ঠাট্টা-বিদ্রুপ করা ইসলামি বিশ্বাসের পরিপন্থি এবং তা একজন মুসলিমকে কাফিরে পরিণত করে।
৭. যাদু করা বা তদবির করা: যাদু বা তন্ত্র-মন্ত্রের মাধ্যমে কোনো কিছু অর্জন বা ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করা ইসলামে কুফরির অন্তর্ভুক্ত।
৮. মুশরিকদের সহায়তা করা: মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা ইসলামের শিক্ষার বিরোধী।
৯. অন্য ধর্মে জান্নাত পাওয়ার আশা করা: মুহাম্মাদ (ছাঃ)-এর শরী‘আত ব্যতীত অন্য কোন ধর্মে জীবন পরিচালনা করেও জান্নাত পাওয়ার আশা করা কুফরি।
১০. ইসলামের প্রতি উদাসীনতা: আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া কুফরির অন্যতম কারণ।
উল্লিখিত এই দশটি বিষয় ইসলামিক বিশ্বাসের মূলনীতি এবং নৈতিকতার সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত। তাই একজন মুসলিমের কর্তব্য হল, নিজের ঈমানকে এই বিপজ্জনক কুফরি কর্মকাণ্ড থেকে সর্বদা নিরাপদ রাখা।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তার একত্ববাদে অটল থাকার তাওফিক দিন। শিরক ও কুফরি থেকে দূরে থাকার ক্ষমতা দান করুন। তাওহিদে দৃঢ় থেকে, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব আর জান্নাতের পথে অগ্রসর হতে পারব।
কিউটিভি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১২






