
ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইনসাইড দ্যা হারামাইনের এক পোস্ট থেকে তথ্য জানা যায়। শায়খ মাহির আল মুয়াইকিলি নিয়মিতভাবে পবিত্র কাবা প্রাঙ্গণে বিভিন্ন ওয়াক্তের নামাজ ও জুমার খুতবা পরিচালনা করে থাকেন। চমৎকার উচ্চারণ আর অনবদ্য তেলাওয়াতে মুগ্ধ কোরআনপ্রেমীরা। নিয়মিত পবিত্র কাবা প্রাঙ্গণে জুমার খুতবা দেওয়াসহ তিনি নিয়মিত বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করেন।
শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। অবশ্য তার মা-বাবা লোহিত সাগর তীরে সৌদির ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করেন। মদিনা নগরীতে শৈশব ও কৈশোরের এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি। ধার্মিক পরিবারে বড় হওয়ায় ইসলামি অনুশাসনের পাশাপাশি ছোটবেলা থেকে পবিত্র কোরআন পাঠে অত্যধিক গুরুত্বারোপ করেন এবং খুব কম বয়সেই হেফজ শেষ করেন।
এদিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া উইলিয়ার প্রধান মসজিদে আগামীকালের এ জুমার নামাজে অংশগ্রহণ করতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুত্রজায়া মসজিদটির নির্মাণ কাজ ১৯৯৭ সালে শুরু হয়। দুই বছর পর ১৯৯৯ সালে এটি সম্পন্ন হয়। এটি পেরদানা পুত্রার পাশে একশ গজ দূরে অবস্থিত, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কৃত্রিম পুত্রাজায়া লেক রয়েছে। এ মসজিদে অসংখ্য মুসলিম নামাজ আদায় করতে আসেন প্রতিনিয়ত।
কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪






