ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

পুরুষের দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা যাবে?

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ - ০৪:৫৬:২৬ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: ছোটবেলায় আমার সামনের একটি দাঁত পড়ে যায়। দাঁতটি আর নতুনভাবে উঠেনি। এখন আমি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে চাচ্ছি। যা আমি মরে গেলেও আমার সঙ্গে চলে যাবে। আমি জানতে চাই ইসলাম কি আমাকে এটার অনুমতি দেয়? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটারও কি অনুমতি আছে? 

হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই রা.-এর সামনের দাঁত পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ (মুসনাদে বাযযার, হাদিস ৩০১১; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ৮৭১৩)

তিরমিজি শরীফের এক রেওয়ায়েত রাসূল সা. বলেছেন, আরফাজা ইবনে আসআদ থেকে বর্ণিত তিনি বলেন, জাহেলী যুগে কিলাবের যুদ্ধের দিন আমার নাক আক্রান্ত হয়েছিল। ফলে আমি রূপা দ্বারা বানানো নাক লাগাই। কিছুদিন পর তা দূর্গন্ধ ছড়াতে লাগলো। তখন রাসূল রা. আমাকে স্বর্ণের নাক ব্যবহারের নির্দেশ দিলেন। (তিরমীজি শরীফ)

এ হাদিসের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম স্বর্ণের তৈরি দাঁত ব্যবহারের পরামর্শ দেন। এ বিধান নারী-পুরুষ সবার জন্যই। বর্তমানে যেসব পাথরের দাত ব্যবহার করা হয় শরিয়তের দৃষ্টিতে কোনটিই নাজায়েজ নয়।

দাঁতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে- অজু গোসলে কৃত্রিম দাঁত খুলে চামড়ায় পানি পৌঁছাতে হবে কিনা? এ ব্যাপারে ফেকাহবিদরা বলেন, কৃত্রিম দাঁত যদি ফিক্সড হয়, যা স্বাভাবিকভাবে খোলা যায় না, তা মূল দাঁতের হুকুমে। অর্থাৎ, ফরজ, সুন্নত বা মুস্তাহাব কোন প্রকারের অজু বা গোসলে সেই কৃত্রিম দাঁতে শুধু পানি দিয়ে ধৌত করলেই হবে।

উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খুলতে হবে না।

সূত্র: শরহু মুশকিলিল আসার ৪/৩৫-৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৩১; এলাউস সুনান ১৭/২৯৫

 

 

কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad