রেকর্ড উচ্চতায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Ayesha Siddika | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ - ০৫:৫৮:০১ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি  ডলার।

তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট ১ হাজার ৩৯০ কোটি ডলার। সব মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারে পৌঁছেছে। এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

রেকর্ড রিজার্ভের প্রভাব ভারতীয় মুদ্রা রুপির ওপরেও পড়েছে বলে জানিয়েছেন আরবিআই কর্মকর্তারা। আরবিআইয়ের হিসাবে, গত ২৫ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান শতকরা দশমিক ১ শতাংশ করে বাড়ছে। বর্তমানে ভারতে ডলারের বিনিময় হার ৮৩ দশমিক ৮৮ রুপি।

 

 

কিউটিভি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad