আইসিবি’র নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ - ১২:৩৭:০৯ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুঁজিবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ৭(১) (ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
 
এর আগে গত মঙ্গলবার আইসিবির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন সুবর্ণ বড়ুয়া। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ার কথা জানিয়ে পদত্যাগপত্র দেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৪

▎সর্বশেষ

ad