ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নাউজুবিল্লাহ অর্থ কী ও কখন বলতে হয়?

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২৪ - ০৯:৪১:০৯ পিএম

ডেস্ক নিউজ : অনেকেই ‘নাউজুবিল্লাহ’ কিংবা ‘নাউজুবিল্লাহি মিন জালিক’ এর অর্থ জানে না আবার কেন এবং কখন ‘নাউজুবিল্লাহ’ পড়তে হয় তা-ও অনেকে জানে না। আবার কেউ এটি পড়ার কারণ জানলেও না বুঝেই তা পড়ে থাকেন। ‘নাউজুবিল্লাহ’র অর্থ ও পড়ার কারণ জানা খুবই জরুরি। তবেই মানুষ গুরুত্বসহকারে এর ওপর আমল করবে।

নাউজুবিল্লাহ এমন একটি গুণান্বিত দোয়া; যা আপনাকে অন্যায়মূলক কাজ থেকে হেফাজত করে। কারণ এ দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে অন্যায়-অপরাধ, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চায়। এটি পড়লে মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে যায়। এ জন্য নাউজুবিল্লাহ-এর অর্থ জেনে নেয়া প্রয়োজন। এটি পড়ার কারণও জেনে নেয়া প্রয়োজন।
‘নাউজুবিল্লাহি মিন জালিক’ অর্থ কী?

‘নাউজুবিল্লাহি মিন জালিক; (نَعُوْذُ بِاللهِ مِنْ ذَالِكْ)’ অর্থ হলো- ‘এই (মন্দ-খারাপ-অন্যায়) কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।’

 
শাব্দিক অর্থে- نَعُوْذُ অর্থাৎ আমি আশ্রয় চাই, পানাহ চাই, বিরত থাকতে চাই। بِاللهِ অর্থাৎ আল্লাহর কাছে। مِنْ ذَالِكْ ইহা (খারাপ-মন্দ-অন্যায়-অপরাধ) থেকে। অর্থাৎ আমি এই (অন্যায়-অপরাধ-মন্দ ও খারাপ) কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাই/আশ্রয় চাই।’
‘নাউজুবিল্লাহ মিন জালিক’ কখন পড়তে হয়?খারাপ ও ইসলাম (দীন) বিরোধী কোনো কথা শুনলে, কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে পানাহ/মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এই দোয়া ‘নাউজুবিল্লাহ মিন জালিক’ পড়তে হয়।

কারণ যখনই মানুষ এটি পড়ার কারণ এবং এটির অর্থ জানবে তখন মন থেকে এটি থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। এ দোয়াটি মানুষ হৃদয় দিয়ে উপলব্ধি করবে। যে উপলব্ধি মানুষকে অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাছাড়া রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাবতীয় অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন। হাদিসের বর্ণনায় তা এভাবে এসেছে-
 
হজরত আমর আন নাকিদ ও যুহা্ইর ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে এবং বালা-মুসিবতের কষ্ট থেকে।’ (বুখারি ও মুসলিম)

 

 

কিউটিভি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad