
স্পোর্টস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনসংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। মহান আল্লাহ বলেন,অবশ্যই মসজিদগুলো আবাদ রাখা তাদেরই কাজ, যারা আল্লাহর ওপর এবং কেয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে, যথানিয়মে নামাজ আদায় করে। (সুরা তওবা ১৮)
বিশ্বের কয়েকটি দেশ আছে যেখানে কোনো নামাজ আদায়ের কোনো মসজিদ নেই। আজ সে দেশগুলো নিয়েই কথা বলবো। বিশ্বের কয়েকটি দেশে অনেক মুসলিমের বসবাস। কিন্তু সেখানের সরকার কোনো মসজিদ নির্মাণ করতে দেয়নি। এ দেশগুলোতে নেই একটিও মসজিদ। বহুবার তারা আবেদন করেছেন, তাদের নামাজের জন্য এলাকায় একটি মসজিদ হোক। কিন্তু মসজিদ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব হয়নি।
সৌদি মোমেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের দেশের তালিকায় সবার উপরে রয়েছে স্লোভাকিয়া। চেকোস্লোভাকিয়া থেকে ভেঙে স্লোভাকিয়া দেশটি তৈরি হয়েছে। এখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা অন্তত ৫ হাজার। দেশের মোট জনসংখ্যার তুলনায় তা ০.১ শতাংশ। এখানকার জনগোষ্ঠী বহুবার মসজিদের দাবি তুলেছে। এই নিয়ে ২০০০ সাল নাগাদ এখানে বহু বিতর্ক তৈরি হয়েছে। তবে ২০১৬ সালে সেখানে একটি আইন পাস হয়েছে, যেখানে বলা হয়েছে, এ দেশের কোনো ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করা হবে না। এ দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক। এমনকি দেশের নির্দিষ্ট কোনো ধর্মও নেই। তারা কোনো ধর্মে বিশ্বাসী না।
ঠিক নাস্তিক্যবাদের আরেকটি দেশ আছে এস্তোনিয়া। ২০১১-২০১১ সালের শুমারিতে জানা যায়, এদেশে প্রায় ১৫০৮ জন মুসলিম বসবাস করেন। সংখ্যাটা সারা দেশের মোট জনগোষ্ঠীর ০.১৪ শতাংশ। অথচ এদেশে একটিও মসজিদ নেই। মুসলিমরা যার যার এলাকায় নিজেদের বাড়ি ঘরেই নামাজ আদায় করে নেন। মুসলিম দেশগুলোতে আজানের সময়ে ভেসে আসে সুমধুর সুরে আজানের ধ্বনি। আজানের সময়ে চারদিক থেকে ভেসে আসে আল্লাহর নামের সুমধুর উচ্চারণ। কিন্তু পৃথিবীর অনেক দেশ, যেখানে কোনো দিন আজানের সুর বাজেনি।
ইউরোপ মহাদেশের ঠিক এমনই একটি রাষ্ট্র মোনাকো। এখানেও বিপুলসংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বাস। কিন্তু এখানেও কোনো মসজিদ নেই। আরো একটি ছোট্ট রাষ্ট্র, যেখানে মুসলিমই নেই, মসজিদ থাকবে কী করে। বলছিলাম ভ্যাটিকান সিটির কথা। এছাড়াও আরো কয়েকটি রাষ্ট্র আছে, যেগুলোতে সরকারিভাবে কোনো মসজিদ নেই। মুসলিমরা নিজেরাই ছোট কক্ষে নামাজ আদায় করেন। কোনো মিনার নেই, আজান নেই।
এ দেশগুলো ছাড়াও উত্তর কোরিয়া, এন্ডোরা, ভুটান, সান মারিনোতে কোনো মসজিদ নেই। এ দেশগুলোতে আজানের ধ্বনি শোনা যায় না। কারণ হিসেবে দেখা হয়, ধর্মীয় বিধিনিষেধ অথবা অন্য ধর্মের প্রভাবশালী উপস্থিতি। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ইন্দোনেশিয়ায়, সংখ্যায় প্রায় আট লাখ। দ্বিতীয় অবস্থানে ভারত, সংখ্যায় তিন লাখ। এ তথ্য নিশ্চিত করেছে নিউজ ইস্ট ওয়েস্ট।
কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫০