
ডেস্ক নিউজ : ময়মনসিংহে এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণে জন্য কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর মোগে মোড়ে দায়িত্ব পালন শুরু করতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে শহরের সকল মোড়ে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। নিজ নিজ কর্মস্থলে ফিরে আসায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্তব্যরত কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
এনামুল হক নামে এক পথচারী বলেন, পুলিশ ওঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা হাল ধরলেও সেটা পর্যাপ্ত ছিলো না। সড়কে ট্রাফিক পুলিশ নামায় শৃঙ্খলা ফিরবে। তাদের আমরা স্বাগত জানাচ্ছি।
গত ৫ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর,অস্ত্র লোটপাট, অগ্নিসংযোগ লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও চলে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সড়কে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারাই গত কয়েকদিন দায়িত্ব নিয়ে সড়ক সামলাচ্ছিলেন। এক সপ্তাহ পর মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ।
কিউটিভি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:১৯