
ডেস্ক নিউজ : বিক্ষুব্ধ ছাত্র-জনতা ময়মনসিংহে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার (৫ আগস্ট) বেলা ৫টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, থানায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বাসা ও ত্রিশাল অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়েছে। মুক্তাগাছায় পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের ভাবকির মোড় এলাকায় প্রেট্টোল পাম্পে আগুন, বাসায় আগুন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে বিকেল সোয়া ৫টার পর থেকে কয়েক দফা চেষ্টা করা হলেও তাদের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এ খবরে জানার পরই ময়মনসিংহ নগরে আনন্দ উল্লাস শুরু হয়। বেলা সাড়ে ৩টার কিছু পর ছাত্র-জনতা নগরের টাউনহল মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ছাত্র-জনতা। এতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জাতীয় পতাকা জড়িয়ে ও বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল করা হয়।
বিভিন্ন স্থানে মিষ্টিও বিতরণ করতেও দেখা গেছে। এছাড়া অন্যান্য উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাস ভবনে হামলার খবর পাওয়া গেছে।
কিউটিভি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৩