ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সালাম ফিরানোর পর দোয়া

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ - ০৭:৩৬:৩৫ পিএম

ডেস্ক নিউজ : ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়। এ সময়টাতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব দোয়া পড়তেন সেসব দোয়া পড়াই উত্তম। তবে প্রয়োজনে হাত তুলে নিজের জন্য দোয়া করা যেতে পারে।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম ফিরিয়ে أَسْتَغْفِرُ الله আস্তাগফিরুল্লাহ্‌, (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি) ৩ বার পড়তেন। এ ছাড়া তিনি আরও যেসব দোয়া পড়তেন তা নিচে তুলে ধরা হলো।
 
এক. اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَاذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ উচ্চারণ: আল্লা-হুম্মা আন্তাস সালা-মু ওয়ামিন্‌কাস সালা-মু তাবা-রকতা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম। অর্থ: হে আল্লাহ, তুমি শান্তি (সকল ত্রুটি থেকে পবিত্র) এবং তোমার নিকট থেকেই শান্তি। তুমি বরকতময় হে মহিমময়, মহানুভব। (মুসলিম ১/৪১৪)
 
দুই. لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহ্‌, লাহুল মুলকু অলাহুলহামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদির।
 
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব বিষয়ে শক্তিমান।
 
তিন. اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الَجَدِّ مِنْكَ الْجَدُّ উচ্চারণ: আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বইতা, ওয়ালা মু’তিয়া লিমা মানা’তা ওয়ালা য়্যানফাউযাল জাদ্দি মিনকাল জাদ্দু।
 
অর্থ: হে আল্লাহ, তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। (বুখারি, মুসলিম)
 
চার. لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله উচ্চারণ: লা-হাউলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ্‌। অর্থ: আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই।
 
পাঁচ. لآ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
 
উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়ালা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু ওয়ালাহুল ফায্বলু ওয়ালাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লাহু মুখলিছিনা লাহুদ্দীনা ওয়ালাউকারিহাল কা-ফিরুন।
 
অর্থ- আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই। তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ, এবং তারই যাবতীয় সুপ্রশংসা, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম, মিশকাত ৯৬৩)
 
ছয়. سُبْحانَ الله সুবহা-নাল্লাহ্‌ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি) ৩৩ বার। اَلْحَمْدُ لله আলহামদু লিল্লা-হ্‌ (সমস্ত প্রশংসা আল্লাহর নিমিত্তে) ৩৩ বার। اَللهَ أَكْبَر আল্লা-হু আকবার (আল্লাহ সর্বমহান) ৩৩ বার।
 
আর ১০০ পূরণ করার জন্য উপর্যুক্ত ৩নং দুআ একবার পঠনীয়। এগুলি পাঠ করলে সমুদ্রের ফেনা বরাবর পাপ হলেও মাফ হয়ে যায়। (মুসলিম ১/৪১৮, আহমাদ, মুসনাদ ২/৩৭১) এ ছাড়া ‘আল্লাহু আকবার’ ৩৪ বারও বলা যায়। (মুসলিম ১৩৭৭)
 
সাত. আয়াতুল কুরসী ১ বার। প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না। (বুখারি ও মুসলিম)
 
আট. اَللّهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ উচ্চারণ: আল্লা-হুম্মা ক্বিনী আযা-বাকা ইয়াওমা তাবআসু ইবা-দাক। অর্থ: হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো। (মুসলিম)

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad