ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ওমর (রা.)-এর ইসলাম গ্রহণে আবু জাহলের অনুভূতি

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৪ - ০৮:৩৫:৩৫ পিএম

ডেস্ক নিউজ : ইসলাম ধর্ম গ্রহণের পর ওমর (রা.) আবু জাহলের বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়ার পর আবু জাহল বের হয়ে বললেন, স্বাগতম খাত্তাবের বেটা! হঠাৎ কি মনে করে এলে? ওমর বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ কথা শুনে জাহল বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। এরপর তিনি ওমরের মুখের ওপর দরজা লাগিয়ে দেন। ওমর মুসলমান হওয়ার পর কুরাইশরা তা জানতেন না। 

ওমর একজনকে জিজ্ঞেস করলেন, মক্কাবাসীদের মধ্যে কথা ছড়িয়ে দিতে কে বেশি পটু? লোকেরা তাকে জামিল ইবনে মুআম্মারের নাম বললেন। তখন ওমর তার কাছে গেলেন। ওমর তখন তাকে বললেন, জামিল শোনো, আমি মুসলমান হয়েছি। লোকটি তখন কিছু না বলে উঠে দাঁড়ালেন। তারপর কাপড় টেনেটুনে ঠিক করে কাবার কাছে গিয়ে বলতে লাগলেন, হে কুরাইশগণ! খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছেন। তিনি স্বধর্ম ত্যাগ করেছেন। ওমর পাশেই দাঁড়ানো ছিলেন।

তিনি তখন বললেন, সে মিথ্যা বলছে। আমি আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ঈমান এনেছি। লোকেরা ওমরের ওপর আক্রমণ করে বসলেন। ওমরও পাল্টা আক্রমণ করলেন। ওমর উতবা বিন রাবিয়ার ওপর চেপে বসলেন। তিনি উতবার চোখে খোঁচাতে লাগলেন। এতে উতবা ব্যথায় কুঁকড়ে উঠল। লোকেরা ভয়ে সরে গেল। ওমর উঠে দাঁড়ালেন। জাহিলিয়াতের সময় যাদের সাথে ওমর উঠাবসা করেছেন, তাদের কাছে গিয়ে হাজির হলেন। তাদেরকে জানালেন ইসলাম গ্রহণের কথা।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ওমর মুসলমান হওয়ায় আমরা গর্ববোধ করতাম। কারণ, তিনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমরা কাবা ঘর তওয়াফ বা কাবায় নামাজ পড়তে পারছিলাম না। এরপর থেকে আমরা কাবা ঘর তওয়াফ করতাম এবং নামাজ পড়তাম।

 

 

কিউটিভি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩২

▎সর্বশেষ

ad