ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

ওমর (রা.)-এর ইসলাম গ্রহণে আবু জাহলের অনুভূতি

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৪ - ০৮:৩৫:৩৫ পিএম

ডেস্ক নিউজ : ইসলাম ধর্ম গ্রহণের পর ওমর (রা.) আবু জাহলের বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়ার পর আবু জাহল বের হয়ে বললেন, স্বাগতম খাত্তাবের বেটা! হঠাৎ কি মনে করে এলে? ওমর বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ কথা শুনে জাহল বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। এরপর তিনি ওমরের মুখের ওপর দরজা লাগিয়ে দেন। ওমর মুসলমান হওয়ার পর কুরাইশরা তা জানতেন না। 

ওমর একজনকে জিজ্ঞেস করলেন, মক্কাবাসীদের মধ্যে কথা ছড়িয়ে দিতে কে বেশি পটু? লোকেরা তাকে জামিল ইবনে মুআম্মারের নাম বললেন। তখন ওমর তার কাছে গেলেন। ওমর তখন তাকে বললেন, জামিল শোনো, আমি মুসলমান হয়েছি। লোকটি তখন কিছু না বলে উঠে দাঁড়ালেন। তারপর কাপড় টেনেটুনে ঠিক করে কাবার কাছে গিয়ে বলতে লাগলেন, হে কুরাইশগণ! খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছেন। তিনি স্বধর্ম ত্যাগ করেছেন। ওমর পাশেই দাঁড়ানো ছিলেন।

তিনি তখন বললেন, সে মিথ্যা বলছে। আমি আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ঈমান এনেছি। লোকেরা ওমরের ওপর আক্রমণ করে বসলেন। ওমরও পাল্টা আক্রমণ করলেন। ওমর উতবা বিন রাবিয়ার ওপর চেপে বসলেন। তিনি উতবার চোখে খোঁচাতে লাগলেন। এতে উতবা ব্যথায় কুঁকড়ে উঠল। লোকেরা ভয়ে সরে গেল। ওমর উঠে দাঁড়ালেন। জাহিলিয়াতের সময় যাদের সাথে ওমর উঠাবসা করেছেন, তাদের কাছে গিয়ে হাজির হলেন। তাদেরকে জানালেন ইসলাম গ্রহণের কথা।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ওমর মুসলমান হওয়ায় আমরা গর্ববোধ করতাম। কারণ, তিনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমরা কাবা ঘর তওয়াফ বা কাবায় নামাজ পড়তে পারছিলাম না। এরপর থেকে আমরা কাবা ঘর তওয়াফ করতাম এবং নামাজ পড়তাম।

 

 

কিউটিভি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩২

▎সর্বশেষ

ad