ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গালি দেয়া নিষেধ যে ৩ জিনিসকে

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৪ - ১০:৩০:১৮ পিএম

ডেস্ক নিউজ : অনেকে মেজাজ হারিয়ে বিভিন্ন প্রাণী ও জিনিসকে গালি দেয়। এটাও ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। গালি দেয়া নিষেধ এমন তিনটি জিনিস উল্লেখ করা হলো। 

অসুস্থতাকে গালি দেয়া নিষেধ

সুস্থতা-অসুস্থতা মহান আল্লাহর দান। উভয়টি দিয়ে মহান আল্লাহ পরীক্ষা করেন। অসুস্থতাকে গালি দেয়া নিষেধ। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সায়েব কিংবা উম্মে মুসাইয়িবের কাছে প্রবেশ করে বলেন, ‘হে উম্মে সায়েব বা উম্মে মুসাইয়িব, তোমার কী হয়েছে যে থরথর করে কাঁপছ?’ সে বলল, ‘জ্বর হয়েছে, আল্লাহ তাতে বরকত না দেন।’ এই কথা শুনে তিনি বললেন, ‘জ্বরকে গালি দিও না। জ্বর তো আদমসন্তানের পাপ মোচন করে। যেমন হাপর লোহার ময়লা দূর করে।’ (মুসলিম: ৬৭৩৫)

সময়কে গালি দেয়া নিষেধ

সময়ও মহান আল্লাহর দান। একে গালি দেয়া নিষেধ। হজরত আবু হুরায়য়া (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, ‘আমাকে আদমসন্তান কষ্ট দিয়ে থাকে। কারণ, তারা যুগ বা সময়কে গালি দেয়। অথচ আমিই যুগ বা সময়। কেননা আমার হাতেই সব বিষয়। আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।’ (বুখারি: ৬৯৮৩) 

বাতাসকে গালি দেয়া নিষেধ 

বাতাস মহান আল্লাহর সৃষ্টি। একেও গালি দেয়া নিষেধ। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘বাতাস আল্লাহর এক হুকুম, তা কখনও রহমত নিয়ে আসে, আবার কখনও আজাব নিয়ে আসে। তুমি যখন বাতাস দেখবে তখন তাকে গালি দেবে না। বরং মহান আল্লাহর কাছে এর থেকে কল্যাণ কামনা করবে এবং এর অকল্যাণ থেকে তার আশ্রয় চাইবে।’ (আবু দাউদ: ৫০৯৭) 

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/রাত ১০:২৩

▎সর্বশেষ

ad