কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও, সারের সংকট হবে না: শিল্পমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২৪ - ০৬:১২:৩০ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদী পলাশে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য দেন শিল্পমন্ত্রী।

এসময় শিল্পমন্ত্রী বলেন, সারাদেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও, সারের কোনো সংকট হবে না ভবিষ্যতে। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে পর্যাপ্ত উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। এ লক্ষ্যে অচিরেই সরকার ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
 
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কারখানাটি। সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে এতদিন৷ শতভাগ উৎপাদনে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিকটন এবং বছরে ১০ লাখ মেট্রিকটন সার পাওয়া যাবে।
 
শিল্পমন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এছাড়া সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ দেশে সারের কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি।
 
এসময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad