ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মনিরামপুরে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৯:৪৯:৩৮ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দলীয় সিদ্ধান্ত মোতাবেক যশোরের মনিরামপুরে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী ভোটের মাঠে যায়নি বা অংশ গ্রহন করেনি। তবে আত্মীয়তার সূত্রে দু’একজন সমর্থক ভোটের মাঠে যেতে পারে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করেছেন তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার বিকেলে থানা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

এ সময় তিনি আরও বলেন, যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিরামপুরে বিএনপি নেতাকর্মীদের হেয় করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে একটি কুচক্রী মহল বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার চালাচ্ছেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে শহীদ ইকবাল আরো বলেন, বিএনপি এ সরকারের আমলে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তারই বাস্তব প্রমাণ গত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের সাথে তুলনা করলে স্পষ্টই প্রতিয়মাণ হয় যে, বিএনপি উপজেলা নির্বাচনে কোন ভোট প্রদান করেননি।

এ সময়ে অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জামশেদ আলী, সন্তোষ স্বর, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ইমরান হোসেনসহ প্রমুখ।

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad