
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সৌন্দর্য্য বর্ধনে বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূছ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কিছু কৃচ্ছতা সাধনের কথা। তিনি বলেন, ‘পৌরসভার মাসিক আপ্যায়ন ব্যয় এক লাখ ৮০ হাজার থেকে কমিয়ে মাত্র ৩০ হাজারে নিয়ে আসা হয়েছে।’ অর্থাৎ প্রতিমাসে আপ্যায়ন ব্যয় কমানো হয়েছে দেড় লাখ টাকা।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানান। ক্বারি চাইনিজ রেস্টুরেন্টে ‘ওয়াশ বক্স নির্মাণ ও পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম বিষয়ক’ গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিতিদের দাবির প্রেক্ষিতে দ্রুত ওয়াশ বক্স নির্মাণের আশ্বাস দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা।
ফোরামের সভাপতি মো. গোলাম মহিউদ্দিন খান খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা এবিএম মমিনুল হক, আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন, জাতীয় পার্টি নেতা নাসির খান, মো. আবু কাউছার, যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম, ডেমোক্রেসির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল বাশার, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, মিনহাজ মামুন, সাঈদ হাসান সানি প্রমুখ। বক্তারা এ সময় পৌর এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দাবি অনুযায়ি দ্রুত ওয়াশ বক্স নির্মাণ ও পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করার দাবি জানান।
কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩০