গাজার হাসপাতালে থাকা জ্বালানি ‘চলবে মাত্র তিন দিন’

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৪ - ০২:২৫:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস এক বিবৃতিতে জানান, বুধবার (৮ মে) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে গাজা উপত্যকায় যে জ্বালানি সাহায্য ঢুকতো, তা বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণের হাসপাতালগুলোতে চলার মতো মাত্র তিনদিনের জ্বালানি আছে।

তিনি সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজায় জাতিসংঘের কোনো ত্রাণ বা জ্বালানি ঢুকতে পারছে না। আর পর্যাপ্ত জ্বালানির অভাবে মানবিক সব সেবা বন্ধ হয়ে যাবে। হাসপাতালগুলোতে মাত্র তিন দিন চলার মতো জ্বালানি আছে এবং তা দ্রুতই ফুরিয়ে যাবে।

এদিকে, মঙ্গলবার (৭ মে) রাফা শহরে ইসরাইলি সেনারা যুদ্ধকামান নিয়ে মিশরের সীমান্ত রাফা ক্রসিং দখল করেছে। গাজায় ত্রাণ প্রবেশদ্বার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে  ইসরাইল প্রশাসন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় ২০০ দিনেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। আবার নেতানিয়াহু সরকার হুমকি দিয়েছে, ফিলিস্তিনের সীমান্ত শহর রাফায় হামাস যোদ্ধাদের পরাজিত করবে তারা।

দীর্ঘ যুদ্ধকালীন বিপর্যস্ত সময়ে ফিলিস্তিনের বেশিরভাগ গাজাবাসী প্রাণ বাঁচানোর জন্য রাফা শহরে আশ্রয় নিয়েছেন। এতে রাফার শরণার্থী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখেরও বেশি। তারা এখন পর্যাপ্ত খাদ্য, পানি এবং চিকিৎসা সংকটে ভুগছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad