
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ৩০০০ রান করার রেকর্ডে স্বদেশি মোহাম্মদ রিজওয়ানের পরেই আছেন বাবর আজম। ভারতের বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ৮১ ইনিংসে এই রান করেছেন তিনি। তবে এরপরেও প্রায়ই সমালোচনা সহ্য করতে হয় বাবরকে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তার স্ট্রাইকরেট নিয়ে। এই ধুন্ধুমার মারকুটে ক্রিকেটের সময়ও টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫ এর ঘরে।
আধুনিক টি-টোয়েন্টির যা চাহিদা তার চেয়ে বেশ পিছিয়েই বাবর। ধারাবাহিক রান পেলেও তার বড় ইনিংস অনেক সময়ই দলের কাজে লাগার চেয়ে বুমেরাং হয়েছে বেশি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব থাকছে বাবরের হাতে। অনেকেই নাখোশ সেই বিষয়টি নিয়ে। এবার বাবরকে বিশেষ চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। চ্যালেঞ্জটা হচ্ছে – এবারের বিশ্বকাপে বাবরকে যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ড বাদে গ্রুপের অন্য কোনো দলের বিপক্ষে যদি টানা তিন বলে ৩টি ছক্কা মারতে পারেন, তবে তিনি তার ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেবেন।
বাবর বা তার সমর্থকরা অবশ্য সাবেক এই ক্রিকেটারের কথাকে পাত্তা দিচ্ছেন না। বাবর সমর্থকদের দাবি আলোচনায় থাকতেই এসব বলছেন এই সাবেক খেলোয়াড়। ক্যারিয়ারের শুরুতে বাসিতকে কিংবদন্তি জাভেদ মিয়াদাদের উত্তরসূরি হিসেবে ভাবা হতো। কিতু শেষ পর্যন্ত ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে ম্যাচেই তার ক্যারিয়ার থেমে গেছে।
কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:১২