ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

মাত্র ১২ রানে অলআউট, তবু হলো না রেকর্ড

Anima Rakhi | আপডেট: ০৯ মে ২০২৪ - ১২:৪৩:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ কতো? ১০ রান। সেই রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। মাত্র ২ রানের জন্য সেই রেকর্ড ভাঙতে পারেনি মঙ্গোলিয়া।

বুধবার (০৮ মে, ২০২৪) সানোতে জাপানের ছুড়ে দেওয়া ২১৭ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১২ রানে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মঙ্গোলিয়া ১২ রানে অলআউট হয়ে তুরস্ককে ঠেলে দিয়েছে তৃতীয় স্থানে। ২০১৯ সালে তারা মাত্র ২১ রানে অলআউট হয়েছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

জাপান এদিন আগে ব্যাট করতে নেমে সাবাওরিশ রবীচন্দ্রনের ৬৯, কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিংয়ের ৩২, ইব্রাহিম তাকাহাশির ৩১ ও বেঞ্জামিন ইতো-দাভিসের ২১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে।

জবাব দিতে নেমে ৮.২ ওভারে মাত্র ১২ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তাদের দলের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেনি। সর্বোচ্চ ৪ রান করেন তুর সৌম্য। এছাড়া নামসানি বাট-ইয়ালাত ২, গান্দেমবেরেল গানবোল্ড ২ ও ইনখ-এরদেনে অটগোনবায়ার ১ রান করেন। শূন্যরানে আউট হন ছয়জন। তাতে ২০৫ রানের বিশাল ব্যবধানে হার মানে মঙ্গোলিয়া। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে পাওয়া চতুর্থ জয়।

বল হাতে জাপানের কাজুমা কাতো-স্টাফোর্ড ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। আব্দুল সামাদ ১ ওভারে ৪ রান দিয়ে ২টি উইকেট নেন। মাকোতো তানিইয়ামা ২ ওভার বল করে কোনো রান না দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ফাইফার নেওয়া কাজুমা কাতো-স্টাফোর্ড।

কিউটিভি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:৪৩

▎সর্বশেষ

ad