লিস্ট ‘এ’ ক্রিকেটে রাজার ইতিহাস

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৬:০২:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার (৬ মে) শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ২৩ রানে ৮ উইকেট শিকার করেছেন প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রেজা। বাংলাদেশি বোলারদের মধ্যে লিস্ট ‘এ’ ম্যাচে এটাই সেরা বোলিংয়ের রেকর্ড। এদিন আর ১৪ রান কম দিলেই লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়তে পারতেন রাজা। ৫০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ভারতের শাহিবাজ নাদিমের দখলে।

এদিন রাজার তোপে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাত্র ৭১ রানে গুটিয়ে গেছে। প্রাইম ব্যাংকের দেওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। ফতুল্লায় এদিন রাজা প্রথম বল হাতে পান দশম ওভারে। আর প্রথম বলেই শিকার করেন ফজলে রাব্বিকে। এর পাঁচ বল পরেই রাজার অফ স্ট্যাম্পের বাইরের বল চালিয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন সাকিব আল হাসান।
নিজের প্রথম ওভারে দুই উইকেট পাওয়া ২২তম উইকেটেই শেখ জামালকে ধসিয়ে দেন। শিকার করেন শেষ ব্যাটার শফিকুল ইসলামকে। ৬.৩-০-২৩-৮; এটিই ছিল আজকে রাজার বোলিং ফিগার।
  

জাতীয় দলের স্কোয়াডে বশ কয়েকবার জায়গা পেলেও এখনও অভিষেক হয়নি রাজার। প্রতিভাবান এই পেসার এদিন ভেঙে দিয়েহচেন আরেক পেসার ইয়াসিন আরাফাতের রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে এই ফতুল্লাতেই আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট বশিকার করেছিলেন ইয়াসিন। বাংলাদেশের ক্রিকেটে লিস্ট ‘এ’ ম্যাচে ৮ উইকেট শিকারের ঘটনা এই দুটিই।

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং ফিগার এখন রাজার। বিশ্বরেকর্ডের মালিক শাহবাজ নাদিম ২০১৮ সালে চেন্নাইয়ে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad