
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে প্রতিবিন্ধি কন্যাকে ধর্ষণের চেষ্টা মামলায় আবু কালাম (৫০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চিলাই পাগলা বাজার এলাকায়। মামলা সুত্রে জানাযায়, উক্ত এলাকার দিন মুজুর তার প্রতিবন্ধি কণ্যা (ছদ্দনাম) মিস্টি আক্তার (২০) কে বাড়ীতে রেখে স্বামী স্ত্রী মিলে সকাল ৮টায় মাটি কাটার কাজে বাড়ীর বাহিরে যায়। এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে আবু কালাম মিস্টি আক্তারের মামা হিসাবে প্রায় সময় তাদের বাড়ীতে আসা যাওয়া করতো।
সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনার দিন শনিবার (৪মে) সকাল ১০টায় আবু কালাম মিস্টির বাড়ীতে গেলে বাড়ী ফাঁকা দেখে পান খাওয়ার কথা বলে মিস্টির ঘড়ে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে প্রতিবন্ধি মিস্টিকে জোর পূর্বক ধর্ষণের চেস্টা চালায় বলে অভিযোগ উঠেছে। মিস্টির আ্চিনিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট আবু কালাম কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মিস্টির বাবা বাদী হয়ে আবু কালামের বিরুদ্ধে ডোমার থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে-৯ (৪) (খ) ধারায় মামলা নং-০৩, তারিখ-০৪/০৫/২০২৪ দায়ের করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে ডোমার থানার এসআই শাকিল মাহামুদ ও সঙ্গীয় ফোর্স রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তার আতিœয় বাড়ী থেকে আবু কালামকে গ্রেফতার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান বলেন, আজ দুপুরে আসামী আবু কালামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:০০