
স্পোর্টস ডেস্ক : রোববার (৫ মে) ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছে জাবি আলোনসোর লেভারকুসেন। এ মৌসুমে যেন থামতেই চাইছে না তারা, লিগে তো কোনো ম্যাচে হারেইনি, হারেনি অন্য প্রতিযোগিতায়ও। ইউরোপে রেকর্ড গড়তে আর এক ম্যাজ অপরাজিত থাকার দরকার তাদের।
লেভারকুসেনের সামনের ম্যাচ রোমার বিপক্ষে। ইউরোপা লিগের ওই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে তারা। রোমার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছিল জাবির শিষ্যরা। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লেভারকুসেনের হয়ে গোল করেন গ্রানিত জাকা, প্যাট্রিক সিখ, এক্সেকুয়েল প্যালাসিউস, জেরেমি ফ্রিমপং ও ভিক্টর বোনিফেস।
একের পর এক রেকর্ড গড়া লেভারকুসেনের হয়ে গ্রানিত জাকা শুধু খেলছেনই না, কোচিং করান জার্মানিরই পঞ্চম স্তরের ফুটবলে খেলা দল এসসি ইউনিয়ন নেট্টেটালকে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই উয়েফার কোচিং লাইসেন্স পেয়ে যাবেন সুইজারল্যান্ডের এই তারকা।
কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৪:০০