
আন্তর্জাতিক ডেস্ক : দুবাই থেকে সোনা পাচার করছিলেন- এমন অভিযোগে খবর প্রকাশের পরই ভারতে একজন সিনিয়র আফগান কূটনীতিক তার পদ থেকে পদত্যাগ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী থেকে ১৮.৬ কোটি টাকা মূল্যের ২৫ কেজি সোনা পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়া এক্স- হ্যান্ডেলে ওয়ার্দাক তার এবং তার পরিবারের প্রতি অসংখ্য ব্যক্তিগত আক্রমণ এবং মানহানির কথা উল্লেখ করেছেন। তার দাবি, এই ধরনের আচরণ একজন আফগান কূটনীতিকের পদে কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করেছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় ২৫ এপ্রিল তার কাছ থেকে সোনা বাজেয়াপ্ত করার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) রিপোর্টের কথা উল্লেখ করেননি।
ওয়ারদাককে তার কূটনৈতিক অনাক্রম্যতার জন্য গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। পশতু এবং ইংরেজি উভয় ভাষায় বিবৃতি দিয়ে আফগান কূটনীতিক জানিয়েছেন, ‘এই আক্রমণগুলি যা সংগঠিত বলে মনে হচ্ছে, আমার পদে কাজ করার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং আফগান সমাজের নারীদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। যারা চলমান প্রচারণার মধ্যে আধুনিকীকরণ এবং ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করে।’
তিনি বলেন, ‘অবিরাম ও সমন্বিত আক্রমণ সব সীমা অতিক্রম করেছে। আমার চরিত্র নিয়ে উঠা এই আক্রমণগুলি মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত ছিলাম।’ গত মাসের ২৫ তারিখ ১৮ কোটি ৬০ লক্ষ মূল্যের সোনাসহ ধরা পড়েন জাকিয়া। গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই কর্মকর্তারা অভিযান চালিয়েছিলেন মুম্বাই বিমানবন্দরে।
দুবাই থেকে মুম্বাইগামী বিমানে করে ছেলেকে নিয়ে ভারতে আসেন ওই আফগান কূটনীতিক। ডিআরআই কর্মকর্তারা তাদের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করেন। একই সঙ্গে জাকিয়ার দেহও তল্লাশি করা হয়। সেই তল্লাশি চালানোর সময়ই সোনার বার নজরে আসে কর্মকর্তাদের। জাকিয়া ওই সোনার বার সম্পর্কিত কোনো বৈধ কাগজ দাখিল করতে পারেননি বলে দাবি করা হয়েছে।
কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:২৫