
ডেস্ক নিউজ : রোববার (২৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩২ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৬ হাজার ২৫৯ দশমিক ৬৩ পয়েন্টে ও ২ হাজার ১৩৭ দশমিক ২৭ পয়েন্টে। তবে ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে ডিএসইএস সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৬২ দশমিক ৫৫ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংস। এ ছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেমিনী সি ফুড, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিস, মন্নো ফেব্রিকস, ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ০৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৩২ দশমিক ১১ পয়েন্টে ও ১০ হাজার ৭৪১ দশমিক ৭৪ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৩ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ১৪৯ দশমিক ৩১ পয়েন্টে। আর ৪৬ দশমিক ৮০ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬৯ দশমিক ১৯ পয়েন্টে।
তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২৯ লাখ টাকা। সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারদর।
কিউটিভি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০






