ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেন বাড়ল সিএসইতে

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৪ - ০৩:৩১:৩৬ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১২ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৬ কোটি ৪৮ লাখ টাকা।

তবে সিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৪৩ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৬১ দশমিক ৫১ পয়েন্টে ও ১১ হাজার ১১২ দশমিক ৩২ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ৪ দশমিক ২৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৪ দশমিক ৮৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৬২৫ দশমিক ৭২ পয়েন্টে ও ১ হাজার ১৮৫ দশমিক ৬৮ পয়েন্টে।
 
সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার ডিএসইতে সোমবার কমেছে দুইটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৪ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ দশমিক ৯৪ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ০০৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৬৫ দশমিক ৯৩ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনও। লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশন, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং মিলস্‌, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও অ্যাডভেন্ট ফার্মা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৯

▎সর্বশেষ

ad