আইএমএফের দৃ‌ষ্টি‌তে বাংলাদেশ ভা‌লো কর‌ছে : অর্থমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৪ - ০৩:৩২:২৭ পিএম

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ ক‌রেছে। বাংলা‌দেশ ভা‌লো কর‌ছে ব‌লে ম‌নে করছে সংস্থা‌টি।

বৃহস্পতিবার স‌চিবাল‌য়ে বাংলা‌দে‌শে আইএমএফের আবা‌সিক প্রতি‌নিধি জ‌য়েন্দু দে’র স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা জানান তিনি।

মন্ত্রী ব‌লেন, তৃতীয় কি‌স্তির অর্থ ছা‌ড়ের আগে সাম‌নে মা‌র্চে আইএমএফের মিশন বাংলা‌দে‌শে আস‌বে। ওরা দেখ‌বে আমরা ঠিকভা‌বে সব কিছু কর‌ছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কি‌স্তির টাকা পাব।

বিনিময় হার বাজার ভি‌ত্তিক করার বিষ‌য়ে আইএমএফ কিছু ব‌লে‌ছে কি না জান‌তে চাই‌লে অর্থমন্ত্রী ব‌লেন, আপাতত ক্রলিং পেগনী‌তি অনুসা‌রেই বি‌নি‌ময় হার নির্ধা‌রিত হ‌বে।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad