বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ১৬ জন

Ayesha Siddika | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৪ - ০৬:৫২:৪৮ পিএম

সাহিত্য ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবছর ১৬ জন পুরস্কার পাচ্ছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। অমর একুশে বইমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুরস্কার প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোট ১১টি ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কথাসাহিত্য, নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা এবং ফোকলার ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন:

 

 

কিউটিভি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad