ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ থাকলেও বই বিক্রিতে আশাবাদী প্রকাশকবৃন্দ

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৪ - ০৬:৩৫:৪৬ পিএম

সাহিত্য ডেস্ক : ‘অমর একুশে বইমেলা-২০২৪’ কে ঘিরে গতবারের চেয়ে অধিক আশাবাদী প্রকাশকবৃন্দ। কাগজের উচ্চমূল্যের কারণে নতুন বইয়ের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও এবার পাঠকগণের অধিক সমাগম এবং বই কেনার আগ্রহ থাকবে বলে আশা করছেন তারা।

জানা যায়, কাগজের উচ্চমূল্যের প্রভাব পড়ছে বইয়ের ওপরেও। এবারও গত বছরের মতোই কাগজের দাম আকাশচুম্বী। এবার চাহিদা অনুযায়ী কাগজের জোগান পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে প্রকাশকদের। তবে এমন দাম বৃদ্ধিতেও পাঠক বই কেনার বিষয়ে গতবছরের তুলনায় এবার অধিক আগ্রহী হবেন বলে আশা করছেন তারা।

এ ব্যাপারে কথা প্রকাশের প্রকাশক জসীম উদ্দীন বার্তা২৪.কমকে বলেন, কাগজের দাম আগের বারের মতই বেশি। এখন তো দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী কাগজের যোগানও পাচ্ছি না। তবুও আমরা প্রকাশনীর সম্মানার্থে ৭০-৭৫টি নতুন বই ছাপাই। আমাদের বিভিন্ন সেকশন রয়েছে। শিশুতোষ বই, সাহিত্যের বই, এমন আলাদা আলাদা সেকশন।

আমরা প্রতিবছরের মতো এবারও অনেকগুলো সেকশনেই নতুন বই বের করেছি। তাই আমরা এবার বইয়ের বাজার ভালো হবে বলেই আশাবাদী। গতবার দেখা গেছে পাঠকগণ অধিকাংশই অনলাইনমূখী ছিলেন। কিন্তু এবার পাঠকগণ বইমেলায় সশরীরে আসবেন বলেই আমার ধারণা। তারা এখন সরেজমিনে গিয়ে বই হাতে নিয়ে যাচাই বাছাই করেই কিনবেন বলে আমার ধারণা করছি।

কথা প্রকাশনীর এই কর্ণধার আয়োজক হিসেবে বাংলা অ্যাকাডেমির ভূমিকার বিষয়ে বলেন, বাংলা অ্যাকাডেমি প্রতিবছর একই রকম আয়োজন করে থাকে। এবার আমরা প্রকাশকেরা আলাদা কিছু আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আয়োজন’র ব্যাপারে এখনই বলব না। বইমেলা শুরু হলে সকলেই উপলব্ধি করতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবছর আমরা দুই ধাপে বই ছাপাই। বইমেলায় প্রথম দিকে বেচাকেনার অবস্থা বুঝে ২য় ধাপে বই ছাপা হতো। কিন্তু এবার আমরা এতটাই আশাবাদী যে একবারেই বই ছাপিয়ে রেখেছি।

প্রসঙ্গত, বই মেলা উপলক্ষে প্রকাশকদের মাঝে ডিজিটালাইজড পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ৩০ জানুয়ারি সকাল ১১টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী পহেলা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন বলে অনুমান করা হচ্ছে। এ বছর যেহেতু অধিবর্ষ তাই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত।

 

 

কিউটিভি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad