
ডেস্ক নিউজ : সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট। তবে রোববার দুপুরে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তৃণমূল বিএনপির আবুল হোসেন। এ ছাড়া ওই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট।
কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৪