অহিদুর রহমান অহিদ এর কবিতাঃ কলমে

superadmin | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ - ১০:১৭:১০ পিএম

 কলমে


দু চোখ ভরে দেখেছি সেদিন
কত আপন করে
লাল টিঁপ তুই দিয়েছিলি
সারা কপাঁল জুড়ে।

গায়ে ছিলো তোর খুনি লাল শাড়ী
জোঁছনা দিয়েছিলো তার মাধুরী
মেখে ছিলি তুই সারা অঙ্গে
দেখেছি তোকে নানা রঙ্গে।

করেছি কত সোহাগ প্রিয়া
করেছি কত আদর
নিশুতি রাতের বেলায় সখী
বিছায়ে জোঁছনার চাদর।

কামিনী ফুলের সুবাস ছড়ায়ে
এলি প্রিয়া তুই আজ
জোঁছনার চাঁদ লজ্জায় নত
মাথায় প্রেমের তাজ।

এলি যদি সখী থাকিস তবে
এই জনমের তরে
নতুন জীবন করব শুরু
সূর্য্য উঠা ভোরে।।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ রাত ১০.১৫

▎সর্বশেষ

ad