
জীবনের জলছবি
———————-
একি প্রেম নাকি যাতনা
নীরব প্রহর সময় কাটেনা,
কখনও মধুময় ক্ষণ
কখনও বেদনাবিধূর মন।
কখনও চাঁদের রুপালী জোছনা
কখনও অমাবস্যার দ্যোতনা,
তবুও মনের মাঝে শুধু তুমি
শুকতারার মতন এই আমি।
আকাশের বুকে একাকী চাঁদ
তোমার প্রেমে বিরহ রাত,
কোথায় তুমি,খুঁজে ফিরি
সাগরের জল দূর নীলগিরি ।
ধূসর সময় জোয়ার ভাটা
পথের মাঝে ফুলের কাটা,
তবুও ভালেবাসি গোলাপ ফুল
হয়তো সবই চাওয়ার ভুল ।
প্রেম তবু ফিরে আসে নদীজলে
নিঃসঙ্গতায় গোধূলি বিকেলে,
ঝর্নার জল শুধু বয়ে যায়
জলতরঙ্গে মনের অপার তৃষ্ণায় ॥
সেই বিরহ প্রহরে নীরব কেনো কবি
তুমি শুধু আঁকো জীবনের জলছবি।
লেখিকা পরিচিতিঃ লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে। এবারের বইমেলা ২০২৩ এ তাঁর কাব্যগ্রন্থ কাব্যপ্রেমী পাঠকদের মাঝে ব্যাপক আলোচিত হয়েছে।
কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ রাত ৮.৫৩