
ডেস্কনিউজঃ চতুর্থ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গণতন্ত্র ও শ্রমিকের মজুরি আদায়ের আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদের দোয়া অনুষ্ঠিত হবে।
তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আগামীকাল শুক্রবার ভোরে শেষ হবে।
বিপুল/০৯.১১.২০২৩/সন্ধ্যা ৬.০১