ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভৈরবে পুলিশের টিয়ারশেলে আহত চা দোকানির মৃত্যু

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ - ০২:১৩:২৮ পিএম

ডেস্কনিউজঃ কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশের টিয়ারশেলে আহত আশিক মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আশিক মিয়া একজন চা দোকানি। তিনি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। তবে বিএনপির দাবি মো. আশিক মিয়া ভৈরব পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে আশিক মিয়া গাছতলাঘাট এলাকায় রাস্তার পাশে নিজ বাড়িতে চায়ের দোকান খুলে বসেন। সকাল ৮টার দিকে সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে অতিরিক্ত গ্যাসে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা অবনতির আশঙ্কায় চিকিৎসক আশিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে তাকে দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নিপতি সহিদ মিয়া জানান, আশিক মিয়া কোনো দলের রাজনীতি করে না। চায়ের দোকান নিয়েই সারাদিন পড়ে থাকেন। মঙ্গলবার সকাল আটটায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আশিক মিয়া আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে আশিক মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আশিক মিয়া হার্টের রোগী ছিলেন। টিয়ার গ্যাসে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে ভৈরব সার্কেলের এএসপি দেলোয়ার হোসেন জানান, টিয়ার গ্যাসে মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তা ডাক্তারের দেয়া রিপোর্টে জানা যাবে।

বিপুল/০১.১১.২০২৩/ দুপুর ২.০৯

▎সর্বশেষ

ad