চৌগাছায় বিএনপির দুইজন আটক

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ - ০৩:৪৪:৫০ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিএনপির দুইজন কর্মীকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) ভোর রাতে স্বরুপদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানপুলিশ। এ সময় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতা হলেন স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামের মাঠ পাড়া এলাকার রমজান আলীর ছেলে গিয়াস উদ্দিন ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সোহরব আলী। তারা দুজনই কৃষি কাজ করেন এবং বিএনপির সমর্থক।
স্থানীয় বিএনপি নেতা ও আটক ব্যক্তিদের স্বজনরা জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছেন। নেতা-কর্মীদেরমহাসমাবেশে যেতে না দেওয়ার জন্যই অভিযান চালিয়ে আটক করছেন। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আটক করে সমাবেশে মানুষের ঢল বন্ধ করা যাবে না। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad