স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শেষে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি তিনি। পারিবারিক জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছেন এই লঙ্কান কোচ। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তার অনুপস্থিতিতে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ নিক পোথাস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। হাথুরুসিংহে অবশ্য নিউজিল্যান্ড সিরিজ শেষের আগেই দেশে ফিরবেন। প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া না গেলেও তৃতীয় ও শেষ ম্যাচে থাকতে পারেন টাইগারদের ডাগআউটে।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘চান্ডিকা হাথুরুসিংহে প্রথম দুই ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর মেজর সার্জারি রয়েছে। সে ২৫ সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে। এরপর দলের সঙ্গে যোগ দেবে ২৬ তারিখ। তো এই জায়গায় আমরা নিক পোথাসকে দায়িত্ব দিয়েছি।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ সেপ্টেম্বর। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২১