
স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে আবার হারের মুখ দেখল ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডের কাছে ২-৫ ব্যবধানে হারল তারা। এই ম্যাচেও খেলেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে ১২ ম্যাচ পর প্রথম হারল মায়ামি।
প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আটলান্টা। দলের হয়ে দু’টি গোল করেন ট্রিস্তান মুয়ুম্বা এবং ব্রুকস লেনন। একটি আত্মঘাতী গোল করে মায়ামির ডিফেন্ডার কামাল মিলার। দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল দেয় আটলান্টা। গোল করেন জিয়োরগস গিয়াকোমাকিস এবং টাইলার উলফ। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এলো আটলান্টা। মায়ামির হয়ে দু’টি গোলই করেন লিয়োনার্দো ক্যাম্পানা। দু’অর্ধেই একটি করে গোল করেন তিনি। প্রথম গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। এই ম্যাচের পর ২৮ পয়েন্টেই থাকল মায়ামি।
শনিবারের ম্যাচে মেসি ছাড়া মায়ামির প্রথম দলের সব ফুটবলারই মাঠে নেমেছিলেন। তবু বড় ব্যবধানে হারতে হল তাদের। ম্যাচে বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হয় দু’দলের খেলোয়াড়দের মধ্যে। তাতে অবশ্য মায়ামির লাভ কিছু হয়নি। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল তারা। সেই ১২টি ম্যাচে ১১টিতেই মাঠে ছিলেন মেসি।
কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০০